খোকসায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা

0
52
নিহত ছাত্র মারুফের বাবার সাথে কথা বলছে জেলা প্রশাসক।

স্টাফ রিপোর্টার

নতুন বাংলাদেশ বিনির্মানে এক সাথে কাজ করার দ্বিপ্ত প্রত্যয় ব্যক্ত করলেন কুষ্টিয়ার নবাগত জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান।

বৃহস্পতিবার সকালে খোকসা উপজেলা পরিষদ সভাকক্ষে সুধিজন ও সরকারী কর্মকর্তা কর্মচারীদের সাথে মতবিনিময় সভায় তিনি বলেন, সমস্যা একদিনের না, আমরা আন্তরিক হলে পর্যায় ক্রমে সব সমস্যার সমাধান করা যাবে। জনগন আমাদের আমানত দিয়েছেন। তার সঠিক ব্যবহার করতে হবে। এ ক্ষেত্রে কেউ অন্যায় করলে, সে তার নিজ দায়িত্বে করবে। জনগনের টাকায় দেশ চলে। তার অপব্যবহার করলে জনগনের সাথে বেঈমানী করা হবে। এ জন্য সবাইকে প্রফেসনাল হতে হবে।

নিহত ছাত্র মাহিনের বাড়িতে জেলা প্রশাসক।

মতবিনিময় সভায় খোকসার প্রামান্য তথ্যচিত্র উপস্থান করেন সহকারি কমিশনার (ভূমি) রেশমা খাতুন।

উপজেলা নির্বাহী অফিসার ইরুফা সুলতানার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আলোচনায় অংশ নেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কামরুজ্জামান সোহেল, খোকসা থানার অফিসার ইনচার্জ শেখ মাঈনুল ইসলাম, সাবেক অধ্যক্ষ আলীম রেজা আকু, সমন্বয়ক আরিফুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাজমূল হক প্রমুখ।

পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পুলিশের গুলিতে ঢাকায় নিহত ছাত্র মারুফ হোসেন ও কুমারখালীতে টিয়ার সেলে আহাত হয়ে মারা যাওয়া মাহিনের পরিবারের সাথে দেখা করেন জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ অন্যান্য কর্মকর্তা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা।

বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতদের পরিবারের হাতে উপহার সামগ্রী তুলে দেন জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান। নিহতদের পরিবারের জন্য সরকারী সব ধরণের সহযোগীতার প্রতিশ্রæতি দেন জেলা প্রশাসক।

আরও পড়ুন – ডোনাল্ড ট্রাম্পের ঐতিহাসিক জয়

এ দিন জেলা প্রশাসক খোকসা থানা, খোকসা পৌরসভাসহ একাধিক প্রতিষ্ঠান ও দপ্তর পরিদর্শন করেন। এ ছাড়া হত দরিদ্রদের মধ্যে আর্থিক সাহায্য, প্রতিবন্ধিদের মধ্যে হুইল চেয়ার, সেলাই মেশিন, ছাত্র-ছাত্রীদের মাঝে ব্যাগ ও খেলার সামগ্রী বিতরণ করেন।