স্টাফ রিপোর্টার
কুষ্টিয়ার খোকসায় সমন্বয়কদের ঘিরে ফেসবুকে মিথ্যা স্ট্যাটাস দেওয়া ও নাশকতার অভিযোগে সাবেক ছাত্রলীগ যুগ্ন আহবায়কে পুলিশ আটক করে আদালতে সপর্দ করেছে।
আটক সাবেক ছাত্রলীগের নেতা ফরিদ আলীকে বুধবার দিনগত রাতে আটক করে পুলিশ। সে উপজেলা সদরের রাজিনাথপুর গ্রামের মহম্মদ আলীর ছেলে। সে এক সময়ে উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহবায়ক ছিল।
পুলিশ সূত্রে জানা গেছে, এফ ডট আলী নামের একটি ফেজবুক থেকে “জন জীবনে নতুন আতঙ্কের নাম সমন্বয়ক আতঙ্ক” শিরোনামে একটি স্ট্যাটস দেওয়া হয়। এ ছাড়া ওই ফেসবুক থেকে বিভিন্ন সময় অসত্য স্ট্যাটাস প্রকাশ করে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছিল। স্ট্যাটাস গুলো স্থানীয় সমন্বয়কদের দৃষ্টিগোচর হয়। এ ছাড়া ফরিদ আলীর বিরুদ্ধে নাশকতার অভিযোগ রয়েছে।
এফ ডট আলী ফেসবুক পেজের স্ট্যাটাসটি হুবহু তুলে দেওয়া হলোঃ
“জন জিবনে নতুন আতঙ্কের নাম সমন্বয়ক আতংক!”
“সমন্বয়ক পরিচয়ে ফাও বিরিয়ানী খেলো কতিপয় যুবক!
খোকসা বাসস্ট্যান্ডে অবস্থিত, মায়ের দোয়া বিরিয়ানি হাউজে সমন্বয়ক পরিচয়ে ফাও বিরিয়ানি খাওয়ার অভিযোগ উঠেছে, অজ্ঞাত কতিপয় যুবকের বিরুদ্ধে। গতকাল সোমবার মায়ের দোয়া বিরিয়ানি হাউজে কয়েকজন যুবক প্রবেশ করে, তারা বিরিয়ানি অর্ডার করে খায়। খাওয়া শেষে তাদের কাছে বিল চায়লে তারা ঢালবাহনা শুরু করে এর মধ্যে একজন বলে আমরা সমন্বয়ক আপনাদের এখানে খাবারের মান খারাপ বলে টিওনো অফিসে অভিযোগ আছে। আমরা টেস্ট করে গেলাম। বিল কিসের বলে দ্রæত চলে যায়।”
আটক ছাত্রলীগ নেতা চাচা সাবেক পৌর কাউন্সিলর আনোয়ার হোসেন বাবলু জানান, ফরিদকে কোন মামলায় আটক করা হয়েছে তা তারা এখনো জানেন না। ফেসবুকে লেখা-লেখি নিয়ে তাকে আটক করা হয়েছে।
আরও পড়ুন – কুমারখালীতে কলেজ সভাপতির পদ নিয়ে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মঈনূল ইসলাম বলেন, আটক ফরিদ নিষিদ্ধ সংগঠনের সাবেক যুগ্ন আহবায়ক ছিল। তার বিরুদ্ধে নাশকতার অভিযোগ রয়েছে। এ ছাড়া সমন্বহয়কদের বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিল।