স্টাফ রিপোর্টার
কুষ্টিয়ার খোকসায় সমকালসহ একাধিক পত্রিকার এজেন্ট ইকবাল হোসেনের উপর হামলাকারীকে গ্রেফতার ও বিচারের দাবিতে থানার সামনে মানববন্ধন ও বিক্ষোভ করেছে।
শনিবার সকালে সচেতন নাগরিক সমাজের ব্যানারে খোকসা বাস স্ট্যান্ডে মানব বন্ধন শুরু হয়। প্রায় ৩০ মিনিট পর মানব বন্ধনকারীরা মৌন মিছিল নিয়ে থানার গেটে এসে অবস্থান নেয়। তারা এখানে আবার মানববন্ধন সৃষ্টি করে। এ সময় বক্তব্য রাখেন আহত পত্রিকার এজেন্ট ইকবালের স্ত্রী শিউলি খাতুন, ইয়াকুব আলী, ও জুলফিকার হোসেন প্রমুখ।
বক্তারা পত্রিকা এজেট ইকবালে উপর হামলা কারী যুবলীগ নেতা ও পত্রিকার এজেন্ট সুলতান হোসেনকে গ্রেফতার ও বিচারের দাবি করেন। বক্তারা এ জন্য পুলিশকে ৪৮ ঘন্টা সময় বেঁধে দিয়েছেন।
উল্লেখ্য, গত ১৩ মার্চ বৃহস্পতিবার সকালে জাতিয় পত্রিকার এজেন্ট ইকবাল হোসেন (৬০) এর উপর এ হামলার ঘটনা ঘটে। সকাল সাড়ে সাতটার দিকে পত্রিকার গাড়ি থেকে পত্রিকা নেওয়ার জন্য ইকবাল হোসেন উপজেলা সদরের বাস্টান্ডে আসেন। এ সময় অপর পত্রিকা বিক্রেতা সুলতার হোসেন তাকে লোক মারফত ডাকিয়ে নিয়ে হামলা চালায়। পরে স্থানীয়রা আহত ইকবালকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় আহত পত্রিকার এজেন্টের স্ত্রী শিউলি খাতুন বাদি হয়ে থানায় মামলা দায়ের করেন।
আরও পড়ুন – ভেড়ামারায় অগ্নিকান্ডে চার পরিবার সর্বশান্ত
ইকবাল হোসেন প্রায় ৩ যুগ ধরে সমকাল, ইত্তেফাক, যুগান্তরসহ বেশ কিছু পত্রিকার খোকসার এজেন্ট হিসেবে নিয়োজিত রয়েছেন। সুলতান হোসেনও প্রথম আলোসহ একাধিক পত্রিকার বিক্রেতা। দুই জনের মধ্যে ব্যবসা নিয়ে বিরোধিতা রয়েছে।