খোকসায় পত্রিকার এজেন্ট ইকবালের উপর হামলা

0
75

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় সমকালসহ একাধিক পত্রিকার এজেন্ট ইকবাল হোসেনকে অপর পত্রিকা বিক্রেতা বেধরক পিটিয়ে রক্তাক্ত জখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার সকালে বিভিন্ন জাতিয় পত্রিকার এজেন্ট ইকবাল হোসেন (৬০) এর উপর এ হামলার ঘটনা ঘটে। সকাল সাড়ে সাতটার দিকে পত্রিকার গাড়ি থেকে পত্রিকা নেওয়ার জন্য ইকবাল হোসেন উপজেলা সদরের বাস্টান্ডে আসেন। এ সময় অপর পত্রিকা বিক্রেতা সুলতার হোসেন তাকে লোক মারফত ডাকিয়ে নিয়ে হামলা চালায়। পরে স্থানীয়রা আহত ইকবালকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় আহত পত্রিকার এজেন্টের স্ত্রী শিউলি খাতুন বাদি হয়ে থানায় অভিযোগ দিয়েছে।

হাসপাতালে চিকিৎসাধীন পত্রিকার এজেন্ট ইকবাল হোসেন জানান, তার উপর হামলাকারী অপর পত্রিকা বিক্রেতা সুলতান হোসেন আওয়ামী যুবলীনের নেতা। তার দল ক্ষমতায় থাকা কালীন সময়ে তার (ইকবালে) উপর একাধিকবার হামলা করেছে। আজ (বৃহস্পতিবার) সকালে তিনি বাসস্ট্যান্ডে পত্রিকা নিতে আসেন। এ সময় সুলতার তার পত্রিকা বিক্রেতা আশরাফকে দিয়ে তাকে ডাকায়। সে সহজ মনে সুলতানের কাছে এগিয়ে গেলে তাকে কাঠের বাটাম দিয়ে বেধরক মার পিট করা হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসেন। তার মাথায় ৭টি সেলাই লেগেছে বলেও তিনি দাবি করেন।

ইকবাল হোসেন আরও জানান, তার স্ত্রী বাদি হয়ে খোকসা থানায় অভিযোগ দিয়েছেন। সন্ধ্রার পর মামলা রেকর্ড হতে পারে।

মুঠোফোনে পত্রিকা বিক্রেতা সুলতান হোসেন অপর পত্রিকা এজেন্ট ইকবালের উপর হামলার দায় স্বীকার করেন। তিনি দাবি করেন, রাজনৈতিক কারণে সে নিজে অনুপস্থিত থাকছেন। এই সুযোগে ইকবাল তাকে ব্যবসায়ীক ভাবে ক্ষতি করতে চেষ্টা করছে। তাই সে ক্ষোভ থেকে হামলা চালিয়েছে।

খোকসা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম বলেন, আহত পত্রিকার এজেন্টের পরিবারের লোকেরা এসেছে। মামলার প্রস্তুতি চলছে। ইফতারের পর মামলা রেকর্ড হবে।

আরও পড়ুন – আপিল বিভাগ : ২য় শ্রেণির গেজেটেড কর্মকর্তা হচ্ছেন প্রাথমিকের প্রধান শিক্ষকরা

উল্লেখ্য, ইবকাল প্রায় ৩ যুগ ধরে সমকাল, ইত্তেফাক, যুগান্তরসহ বেশ কিছু পত্রিকার খোকসার এজেন্ট হিসেবে নিয়োজিত রয়েছেন। সুলতান হোসেনও প্রথম আলোসহ একাধিক পত্রিকার বিক্রেতা। দুই জনের মধ্যে ব্যবসা নিয়ে বিরোধিতা রয়েছে।