খোকসায় পরাজিত চেয়ারম্যান প্রার্থী সন্ত্রাসী হামলার শিকার

0
216
আহত পরাজিত চেয়ারম্যান প্রার্থী আরিফুল ইসলাম নয়ন

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় জয়ন্তীহাজরা ইউনিয়নের নির্বাচনে পরাজিত চেয়ারম্যান প্রার্থী আরিফুল ইসলাম নয়ন সন্ত্রাসী হামলার শিকার হয়েছে।

জানা গেছে, সোমবার সন্ধ্যায় জয়ন্তী হাজরা ইউনিয়নের পরাজিত চেয়াম্যান প্রার্থী আরিফুল ইসলাম নয়ন মোটর সাইকেলে নিজের বাড়ী মহিষবাথার ফিরছিলেন। কুষ্টিয়া রাজবাড়ী সড়কের মালিগ্রামে কাছে প্রতিপক্ষের সন্ত্রাসীরা তার মোটর সাইকেলের গতি রোধ করে। সন্ত্রাসীরা তাকে লক্ষ করে এক রাউন্ড গুলি চালায়। এ সময় নয়ন পরে গেলে সন্ত্রাসীরা তাকে কুপিয়ে জখম করে। হামলার সময় পথচারী এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। আহত নয়নকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে ও পরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

আহত আরিফুল ইসলাম নয়নের সাথে মুঠো ফোনে কথা বলা হলে তিনি জানান, জয়ন্তি হাজরা ইউনিয়নের চেয়ারম্যান টিপু খাঁনের নেতৃত্বে সন্ত্রাসীরা তার উপর হামলা করে। হামলাকারীদের দলনেতা টিপু খান তাকে লক্ষ করে প্রথমে গুলি ছোড়ে। ব্যর্থ হয়ে সন্ত্রাসীরা চাইনিজ কুড়াল, চাপাতি, হাতুড়ি ও লাঠিসোটা নিয়ে হামলা চালায়।

জয়ন্তী হাজরা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান সকিব খান টিপু জানান, আরিফুল ইসলাম নয়ন ব্যক্তিগত জীবনে সন্ত্রাসী প্রকৃতির লোক। সন্ত্রাসীর উপর সন্ত্রাসীরা হামলা করেছে। হামলার জের ধরে নয়নের লোকজন ভবানীগঞ্জ বাজারের একাধিক দোকানে হামলা এবং ভাংচুর করেছে।

রাত ১১ টা পর্যন্ত এ ঘটনায় কোন এজাহার পওয়া যায়নি বলে খোকসা থানার ওসি তদন্ত মামুনুর রশিদ নিশ্চিত করেন। এজাহার পাওয়া গেলে দ্রæত ব্যবস্থা নেয়া হবে জানান।