খোকসায় পরিসংখ্যান ও স্থানীয় সরকার দিবস পালিত

0
96

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় জাতীয় পরিসংখ্যান ও স্থানীয় সরকার দিবস উপলে পৃথক আলোচনা সভা ও র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার উপজেলা পরিষদ হলরুম এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল আখতার।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ইরুফা সুলতানা। উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান পুনম, খোকসা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার ফজলুল হক, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তার শাহিনা বেগম, খোকসা থানা ওসি তদন্ত আব্দুল গফুর, উপজেলা পরিসংখ্যান অফিসের পরিসংখ্যান উম্মে কুলসুম ও শাজাহান আলী প্রমুখ।

এ ছাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত হয়। এ উপলক্ষে পৃথক আলোচনা সভা ও র‌্যালী অনুষ্ঠিত হয়। একই অতিথিরা স্থানীয় সরকার দিবসের অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন।