খোকসায় পাখি ভ্যানের চাপায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু

0
87

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসার গ্রামে ব্যাটারি চালিত পাখি ভ্যানের চাপায় পিষ্ট হয়ে চার বছরের এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার বিকালে খোকসার গোপগ্রাম থেকে কুমারখালীর তরুন মোড় সড়কের শ্যামগঞ্জে চার বছরের ওই শিশু রোজা শরীরের উপর দিয়ে পাখি ভ্যান উঠে যায়। নিহত শিশু রোজা এলাকার রমজান আলীর মেয়ে।

গোপগ্রাম ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের মেম্বর মতিয়ার রহমান ও থানা পুলিশের এক এসআই শিশু রোজা মৃত্যুর খবর নিশ্চিত করেন।

ইউপি সদস্য মতিয়ার রহমান জানান, বিকালে ইফতারের আগে বাড়ির লোকজন ব্যস্ত ছিল। এ সময় শিশুটি দৌড়ে গিয়ে বাড়ির পাশের পাকা রাস্তার উপর বসে পরে। এ সময় দ্রæত গতি সম্পন্ন কুমারখালী গামী পাখি ভ্যানের চালক নিয়ন্ত্রন হারিয়ে শিশুটির উপর চাপিয়ে দেয়। স্থানীয়রা আহত শিশুটিকে উদ্ধার করে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত বলে ঘোষনা করে। পরে খোকসা থানা পুলিশের বিশেষ অনুমতি নিয়ে শিশুটিকে তার গ্রামের কবর স্থানে দাফন করা হয়েছে।

আরও পড়ুন – সড়কে গাছ ফেলে যাত্রীবাহী বাসে ডাকাতি

খোকসা থানা পুলিশের এসআই তুষার জানান, তিনি দুর্ঘটনার খবর পেয়ে ঘটনা স্থলে গিয়েছিলেন। সে সময় শিশুটির লাশ কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছিল। পরে শিশুটির পরিবারের লোকেরা থানায় এসেছিল।