খোকসায় পাগলের হামলায় ব্যবসায়ী আহত

0
134
আহত ব্যবসায়ী আবু মুসা

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসার গ্রামে মানসিক বিকার গ্রস্থ (পাগল) যুবকের হামলায় এক ব্যবসায়ী আহত হয়েছে।

আহত মুদি ব্যবসায়ীর নাম আবু মুসা (৩২)। সে মোড়াগাছা গ্রামের ফয়েজ উদ্দিনের ছেলে।

ব্যবসায়ীর পরিবার সূত্রে জানা গেছে, রবিবার সকাল ১১ টার দিকে উপজেলার খোকসা ইউনিয়ন পরিষদের মোড়াগাছা কাব মোড়ে নিজের দোকানের সামনে মুসা দাঁড়িয়ে ছিল। এ সময় একই গ্রামের মানসিক বিকার গ্রস্থ আনোয়ার (৩০) মুদি ব্যবসায়ীর মাথায় ইট দিয়ে একাধিক আঘাত করে। এক পর্যায়ে ব্যবসায়ী মাটিতে লুটিয়ে পরলে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে আসে। আহত ব্যবসায়ীর মাথায় অসংখ্য সেলাই দেওয়া হয়েছে।

জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডাঃ সাইদুর জ্জামান জানান, ব্যবসায়ীর মাথায় দুটি ক্ষত আছে। তবে সে ভালো আছে।