খোকসায় পিঠা উৎসব ও বসন্ত বরণ

0
143

স্টাফ রিপোর্টার

খোকসা সরকারী ডিগ্রী কলেজে পিঠা উৎসব, বসন্তবরণ ও স্বরস্বতী পূজা অনুষ্ঠিত হয়।

বুধবার সকালে কলেজ ক্যাম্পাসে ফিতা কেটে পিঠা উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা পৃথক ১২টি স্টলে বিভিন্ন পদের পিঠার প্রদর্শনী করে। অতিথিরা প্রতিটি স্টল ঘুরে দেখেন।

পরে কলেজ অডিটরিয়ামে বসন্তবরণ উৎসব উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভা সভাপতিত্ব করেন কলেজের অধ্যক ড. মোহাঃ আব্দুল লতিফ। মুখ্য আলোচক ইসলামি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. সরওয়ার মুর্শেদ, আলোচক ছিলেন কুষ্টিয়া জিলা স্কুলের সিনিয়র শিক্ষক মোছাঃ মাহাবুবা বেগম প্রমুখ। পরে কলেজের শিক্ষার্থীরা সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপন করেন।

কলেজ ক্যাম্পাসে প্রতিমা তুলে স্বরস্বতী পূজা অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীরা সেখানে অঞ্জলি প্রদান করেন।