স্টাফ রিপোর্টার
কুষ্টিয়ার খোকসার ৯ ইউনিয়নের ৭টিতে পুরাতনরাই চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয় পেয়েছেন।
রবিবার দুপুরের ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনায়ন চুড়ান্ত হওয়ার পর ইউনিয়ন পরিষদ ভোটের মাঠ গরম হতে শুরু করেছে। মনোনয় চুড়ান্তের পর শিমুলিয়া ইউনিয়নসহ সবকটি ইউনিয়নে খন্ড খন্ড আনন্দ মিছিল করেছে নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থীর সমর্থকরা।
অন্যদিকে মনোনয়ন বঞ্চিত আওয়ামী লীগের অনেক পরীক্ষিত নেতারা হতাশ হয়েছে। অনেকেই বলছেন ঘুরে ফিরে একই বলয়ের নেতারা মনোনয়ন পেয়েছে। মনোনয়ন বঞ্চিতদের মধ্যে কেউ কেউ বিদ্রোহী প্রার্থী হতে পারে বলে আভাষ পাওয়া গেছে।
সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে উপজেলার ৯ ইউনিয়নে আওয়ামী লীগের নৌকা প্রতিকের চুড়ান্ত মনোনয়ন ঘোষনা করা হয়েছৈ। যারা মনোনয়ন পেলেন খোকসা ইউনিয়নে সাবেক সেনা সদস্য আব্দুল মালেক (নতুন), শিমুলিয়া ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আব্দুল মজিদ খান, বেতবাড়িয়া ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল আখতার, জানিপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান হাবিবর রহমান হবি, গোপগ্রাম ইউানয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান আলমগীর হোসেন, ওসমানপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান আনিসুর রহমান বাবলু, জয়ন্তী হাজরা ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, আমবাড়িয়া ইউনিয়ন পরিষদে মনিরুজ্জামান মনির (নতুন), শোমসপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান বদর উদ্দিন খান
চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে বিএনপির নেতা আব্দুল মমিন (শিমুলিয়া) ও জাহাঙ্গীর হোসেন (জয়ন্তী হাজরা), জাসদের বদিউজ্জামান দূর্জয় (শিমুলিয়া) ও সামসুজ্জামান স¤্রাট (আমবাড়ীয়া) এর নাম প্রচার রয়েছে।
উপজেলার ৯ ইউনিয়নে ৯ জন চেয়ারম্যান, ৮১ জন সাধারন মেম্বর ও ২৭ জন সংরক্ষিত নারী মেম্বর পদের বিপরীতে প্রায় ২২৫ জন প্রার্থী প্রচার প্রচারনা চালিয়ে যাচ্ছে। নারী পুরুষ মিলিয়ে ৮৮ হাজার ৭৫৪ জন ভোটার এ নির্বাচনে ভোট প্রদান করবেন বলে আশা করা হচ্ছে।
রবিবার রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত জাসদের দুই প্রার্থীসহ ৩২ জন চেয়ারম্যান প্রার্থী মনোনয়ন পত্র খরিদ করেছেন বলে নির্বাচন অফিস সূত্রে জানা গেছে। বেতবাড়িয়া ও ওসমানপুর ইউনিয়নে শুধুমাত্র ১ জন করে চেয়ারম্যান প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেছেন। সর্বাধিক আমবাড়িয়া ও গোপগ্রাম ইউনিয়নে ৫ জন করে চেয়ারম্যান প্রার্থী মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। এ বছর শুধু মাত্র শিমুলিয়ী ইউনিয়ন পরিষদের নির্বাচনে ইভিএম মেশিনে ভোট গ্রহন হবে। বাঁকী ইউনিয়ন গুলোতে ব্যালোটে ভোট গ্রহন করা হবে।
উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াহিদুল ইসলাম জানান, শুধু মাত্র দুইটি ইউনিয়নে নতুন প্রার্থীকে মনোনয়ন দিয়েছে কেন্দ্র। বাঁকী ইউনিয়ন গুলোতে পুরাতন চেয়ারম্যানদের মনোনয়ন দিয়েছে। যেভাবে মনোনয়ন দেওয়া হয়েছে তাতে নৌকার প্রার্থীদের বিজয় সহজ হবে।