স্টাফ রিপোর্টার
কুষ্টিয়ার খোকসা থানা পুলিশ মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
রবিবার সকালে খোকসা থানা পুলিশের একটি দল জানিপুর ইউনিয়নের একতার গ্রামে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী এরশাদ শেখ (৪৫) কে আটক করে। তার শরীর তল্লাসী চালিয়ে ৪০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। সে ওই গ্রামের চিনিরুদ্দিন শেখের ছেলে।
আরও পড়ুন – মিছিলের ভিডিও ধারণের সময় দোকান কর্মচারী বিদ্যুতস্পৃষ্ট
থানা পুলিশের হোয়াটস অ্যাপ সূত্রে জানা গেছে, আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে খোকসা থানায় মাদক আইনে মামলা হয়েছে। যার মামলা নং- ১৩, তারিখ- ২৭ অক্টোবর ২০২৪।