খোকসায় পূজা উৎযাপন কমিটির সাথে মত বিনিময় সভা

0
114

ষ্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় সার্বাজনীন দুর্গা পূজা উদযাপন কমিটির নেতাদের সাথে উপজেলা প্রশাসনের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনাতনে এ সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সদর উদ্দিন খান। আলোচনায় অংশ নেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র প্রভাষক তারিকুল ইসলাম তারিক, উপজেলা সহকারী কমিশনার ভূমি ইসাহাক আলী ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কামরুজ্জামান সোহেল, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সৈয়দ আশিকুর রহমান ও ওসমানপুর ইউনিয়নের চেয়ারম্যান আনিসুর রহমান বাবলু, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি সুধাংশু কুমার বিশ্বাস, খোকসা কালীবাড়ি মন্দির কমিটির সভাপতি অধ্যাপক সুপ্রভাত মালাকার প্রমুখ। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মেজবাহ্ উদ্দীন।

উল্লেখ্য, বিগত বছর উপজেলায় ৫৯টি মন্দিরে সার্বজনীন দূর্গা পুজা অনুষ্ঠিত হয়েছিল। তবে এবছ পূজা মন্দির ও পূজার সংখ্যা বৃদ্ধি পেয়ে ৬৩ টিতে দাড়িয়েছে।