খোকসায় পৃথক কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় শোক দিবস পালিত

0
104

স্টাফ রিপোর্টাার

কুষ্টিয়ার খোকসায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে উপজেলা প্রাসাশন ও উপজেলা আওয়ামী লীগ।

সোমবার সকালে জাতীয় শোক দিবসে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।

সকাল সাড়ে ৯ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে কলেজ অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিনের প্রথম এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া -৪ খোকসা কুমারখালী আসনের আওয়ামী লীগের দলীয় সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জজ।

বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভুমি) ইসাহক আলী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কামরুজ্জামান, থানার অফিসার ইনচার্জ সৈয়দ আশিকুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল আখতার, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হক, শোমসপুর আবু তালেব ডিগ্রী কলেজের সভাপতি জিল্লুর রহমান প্রমুখ।

জেলা আওয়ামী লীগৈর সভাপকি সদন উদ্দিন খান। ।

আলোচনা সভা শেষে যুব উন্নয়ন অধিদপ্তরের প থেকে যুব ঋণের চেক এবং সমাজসেবা অধিদপ্তরের ক্যান্সার কিডনির সমস্যা সহ বিভিন্ন রোগীদের মাঝে প্রধানমন্ত্রীর দপ্তরের সাহায্য বিতরণ করা হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাস। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাস।

আরো পড়ুন – ঝিনাইদহে জাতীয় শোক দিবস পালিত

বিকালে খোকসা জানিপুর সরকারী মাধ্যমিক বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধরণ সম্পাক আজগর আলী।

আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক জেলা পরিষদের প্রশাসক জাফর হোসেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক স্বপন কুমার ঘোষ, কুমারখালী উপজেলা উপজেলা চেয়ারম্যান আব্দুল মান্নান খান, জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোমিনুর রহমান মমিজ, খোকসা উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, খোকসা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমানের বিটু প্রমুখ।

সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আরিফুল আলম তসর।

স্বাগত বক্তব্য রাখেন ও সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র প্রভাষক তারিকুল ইসলাম তারিক।

জাতীয় শোক দিবস উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের পক্ষ থেকে দিব ব্যাপী কর্মসূচি পালন করা হয়।