স্টাফ রিপোর্টার
কুষ্টিয়ার খোকসা পৌরসভার দোকান ঘরের ভাড়াটিয়াকে বিনা নোটিশে উচ্ছেদ করে প্রতিপক্ষকে দখল দেওয়ার প্রতিবাদে পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি)’র বিরুদ্ধে মানববন্ধন করেছে ভুক্তভোগী ব্যবসায়ী।
মঙ্গলবার সকালে পৌরসভার প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিরুদ্ধে সেচ্ছাচারীতার অভিযোগে পৌর কমপ্লেক্সের সামনে এ মানববন্ধন করা হয়।
ব্যবাসায়ীর অভিযোগ, সোমবার সকালে পৌরসভার একজন কর্মচারী তাকে ফোন দিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে দেখা করতে বলেন। সেখানে গিয়ে তিনি জানতে পারেন তার ভাড়া নেওয়া ঘর নিয়ে শুনানী হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে শুনাণী শুরু হয়। পরে সিদ্ধান্ত জানানো হবে জানিয়ে দেওয়া হয়। এ ঘটনার তিন ঘন্টার ব্যবধানে তাকে ভাড়া ঘর থেকে উচ্ছেদ করা হয়। এ সময় তিনি বাড়িতে খাবার খেতে গিয়েছিলেন। ঘরটি তাৎক্ষনিক ভাবে ভাবে অপর এক ব্যবসায়ীকে দখল দেওয়া হয়।
মানব বন্ধন চলাকালে বক্তব্যে দোকান ঘর থেকে উদ্ধেদ করা ব্যবসায়ী রাকিবুল ইসলাম রাজিব দাবি করেন, প্রায় একযুগ আগে পৌর সভার সাবেক মেয়র ৪০ হাজার টাকা জামানত নিয়ে মাসিক ৫০০ টাকা ভাড়ায় তার বাবা আসকর আলীকে মাছ বাজার সংলগ্ন দোকান ঘরটি ভাড়া দেন। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে মাছ ব্যবসায়ী রুনু ঘরটি ভাড়া নেন। দীর্ঘদিন ভাড়া নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। ৫ আগস্টের পর তাকে (রুনুকে) উচ্ছেদ করে ঘরটি পুনঃ দখল নেয় রাজিব। ২৮ অক্টোবর মৌখিক নেটিশে রাজিবকে উপজেলা নির্বাহী অফিসারের দপ্তরের ডাকা হয়। সেখানে দুই পক্ষ উপস্থিত হন। পরে সিদ্ধান্ত হবে বলে জানানো হয়। এ ঘটনার ৩ ঘন্টার ব্যবধানে পৌরসভার প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেশমা খাতুন ব্যবসায়ী রাজিবকে বিনা নোটিশে উচ্ছেদ করে দখলদার আওয়ামী লীগ কর্মীকে রুনুকে দোকান ঘরটি বুঝে দেন।
রাজিব আরও জানান, বিগত মেয়র আনোয়ার আহম্মেদ তাতারী তিনশো টাকার স্ট্যাম্পে ঘরের ভাড়া নামা লিখে দিয়ে গেছে। তাকে অবৈধভাবে ভাড়া ঘর থেকে উচ্ছেদ করা হয়েছে। তিনি সুবিচারের দাবি করেন।
বর্তমান দখলদার রুনু বলেন, ৭ আগস্ট রাজিব ও তার লোকজন তাদের উচ্ছেদ করে দোকান দখল নেয়। তারা পৌরসভার প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দাখিল করে। শুনানীর পর প্রশাসক ন্যায় বিচার করে তাদের ঘর তাদের দখল দিয়েছেন।
পৌর সভার প্রশাসক ও উপওেজলা সহকারী কমিশনার (ভূমি) রেশমা খাতুন বলেন, তিনি শুধু নির্বাহী আদেশ পালন করেছেন। আদেশ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
আরও পড়ুন – পদ্মা নদীতে দুর্বৃত্তদের হামলা দুই পুলিশ সদস্য নিখোঁজ
উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, “আপনারা জানেন, খোকসা বাজারে একটা হাট আছে। সেই হাটে একজন দীর্ঘদিন যাবত বসে ছিল। এবং সে অন্য একজনকে অবৈধ ভাবে ভাড়া দিয়ে সেখান থেকে আর্থিক সুবিধা পেত। পরবর্তীতে এটা জানার পর সেখান থেকে তাকে উচ্ছেদ করে দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, “এখন পৌরসভা তার স্বার্থে লিজ দিতে পারে বা ইজারা দিতে পারে।