স্টাফ রিপোর্টার
কুষ্টিয়ার খোকসায় পৌর বিট পুলিশিং কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
বুধবার দুপুরে মুক্তিযোদ্ধা সংসদ চত্বরে পৌরসভা ১ থেকে ৩ নম্বর বিট পুলিশিং কার্যক্রমের উদ্বোধন করেন ৭৮ কুষ্টিয়া- ৪ (খোকসা-কুমারখালী) আসনে এমপি সেলিম আলতাফ জর্জ। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, সন্তান আপনার, আপনাকেই দায়িত্ব নিতে হবে। সন্তানের ভালোমন্দ বিবেচনার দায়িত্বও আপনার। পিতা হিসেবে সন্তানের চরা ফেরা গতিবিধি খেয়াল রাখতে হবে।
উদ্বোধনী সভার আলোচনায় অংশ নেন অতিরিক্ত পুলিশ সুপার আতিকুল ইসলাম, ওসি (তদন্ত) ইদ্রিস আলী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল আখতার, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আল-মাসুম মুর্শেদ শান্ত, জেলা পরিষদ সদস্য মোজাহিদুল ইসলাম বাবলু, সাহেব আলী প্রমুখ।
পৌর বিট পুলিশিং কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন থানা অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা।