পৌর কর্মচারী ও কাউন্সিলরের পাল্টা-পাল্টি মানববন্ধন
স্টাফ রিপোর্টার
কুষ্টিয়ার খোকসা পৌরসভার সহকারী প্রকৌশলী লাঞ্ছিত করার প্রতিবাদে কর্মকর্তা কর্মচারী এসোসিয়েশন ও অভিযুক্ত কাউন্সিলর পৃথক কর্মবিরতি মানববন্ধন এবং সংবাদ সম্মেলন করেছেন।
পৌরসভার সহকারী প্রকৌশলী সুজন আলীর উপর হামলার ঘটনার প্রতিবাদে মঙ্গলবার সকাল ১১ টা থেকে পৌরসভার কর্মকর্তা কর্মচারী এসোসিয়েশনের উদ্যোগে ৩ ঘন্টার কর্ম বিরতি পালন করেন। তারা পৌর ভবনের মূল গেটে রাস্তায় অবস্থান নিয়ে মানববন্ধন করেন। এ সময় বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা পৌর কর্মকর্তা কর্মচারী এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শামীম আহম্মেদ বাবু, লাঞ্ছিত সহকারী প্রকৌশলী সুজন আলী, উপ-সহকারী প্রকৌশলী মামুনুর রশিদ টিপু প্রমুখ। তারা পৌর ভবনে ব্যানার টাঙ্গিয়ে বেলা ২ টা পর্যন্ত অবস্থান নিয়ে কর্মবিরতি পালন করেন।

সহকারী প্রকৌশলী সুজন আলীর উপর হামলা লাঞ্ছিত করার প্রতিবাদ জানিয়ে নিজের কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন পৌর মেয়র তারিকুল ইসলাম তারিক। সংবাদ সম্মেলনে মেয়র জানান, ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবুল হোসেন তরুন যা করেছেন তা অনাকাঙ্খিত। আইন নিজে হাতে তুলে নেওয়া ঠিক হয়নি। প্রশাসন যদি অপরাধীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা না নেওয় তা হলে তারা উৎসাহিত হবে।
তিনি আরো জানান, কেউ অপরাধ করলে কাউন্সিলরদের বলা বা অভিযোগ কারার ফোরাম আছে। সেখানে না গিয়ে আইন হাতে তুলে নিয়ে কাউন্সিলর অন্যায় করেছেন। তার বিরুদ্ধে পৌর পরিষদ ব্যবস্থা নেবে।
এদিন বিকালে পৌর সভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সির আবুল হোসেন তরুন নিজের কার্যালয়ের সামনে সংবাদ সম্মেলন ও মানব বন্ধন করেছেন। সংবাদ সম্মেলনে কাউন্সিলর তরুন নিজেকে নিদোষ বলে দাবি করেন। এ ছাড়া প্রকল্পের জন্য সহকারী প্রকৌশলী সুজন আলী তার কাছে ঘুষ দাবি করেছেন বলে অভিযোগ করেন।