খোকসায় প্রতিপক্ষের হামলায় কলেজ ছাত্রী ও তার মা আহত

0
54

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসার গ্রামে তুচ্ছ ঘটনা কেন্দ্র করে কলেজ ছাত্রী ও তার মায়ের উপর প্রতিবেশীরা হামলা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার বিকালে উপজেলার শিমুলিয়া মধ্যপাড়ায় এ হালার ঘটনা ঘটে।

জানা গেছে, কলেজ ছাত্রী মুর্শিদা নিজের বাড়িতে শিশুদের প্রাইভেট পড়া ছিল। এসময় প্রতিবেশীর শিশুরা বাড়ির মধ্যে হই চৈই করছিল। কলেজ ছাত্রী তাদের তাড়িয়ে দেয়। এই ঘটনার সুত্র ধরে প্রতিবেশীরা দলবদ্ধ হয়ে কলেজ ছাত্রী বাবার বাড়িতে হামলা চালায়। এ হামলায় কলেজ ছাত্র মুর্শিদা ও তার মা মরিম খাতুন আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

আরও পড়ুন – ঝিনাইদহে রাষ্ট্রপতির পদত্যাগের দাবীতে বিক্ষোভ মিছিল

আহত কলেজ ছাত্র মুর্শিদা জানায়, প্রাইভেট পড়ানোতে ব্যাঘাত সৃষ্টি করায় সে শিশুদের বাড়ি ফিরিয়ে দেয়। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তাদের বাড়িতে হামলা চালানো হয়। লুট করে নিয়ে যায় একটি মোবাইল ফোন। নদগ ৫০ হাজার টাকা। তাদের মা মেয়েকে পিটিয়ে আহত করা হয়। হামলাকারীদের হাতে দেশীয় অস্ত্র ছিল। চিকিৎসার পর তারা মামলা করতে থানায় যাবেন।