স্টাফ রিপোর্টার
কুষ্টিয়ার খোকসার গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে চাচাত ভাইয়ের লোকের হামলায় এক কৃষক আহত হয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার আমবাড়িয়া ইউনিয়নের ধোকরাকোল বৈরাগী পাড়ায় এ হামলার ঘটনায় কৃষক সালাম প্রামানিক (৫৫) আহত হন। তিনি এ গ্রামের মৃত হাতেম প্রামানিকের ছেলে।
আহত কৃষক সালাম জানায়, তার চাচা মজিবর রহমান ইউনিয়ন ভূমি অফিসের তহশিলদার ছিলেন। এ সুবাদে তাদের বসত বাড়ির জমি নিজের নামে কাগজ করে নিয়েছে বলে দাবি করেন। এখন তাদের বসত বাড়ি থেকে উচ্ছেদের চেষ্টা করছে। সে বাধা দেওয়ার চেষ্টা করায় তার উপর হামলা করা হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
সাবেক তহশিলদার মজিবর রহমানের সাথে যোগাযোগের চেষ্টা করা হয়। কিন্তু তিনি ফোন রিসিভ করেনি।