স্টাফ রিপোর্টার
কুষ্টিয়ার খোকসায় বর্গা জমির রাসায়নিক সার ও কীটনাশকের টাকা চাওয়া কেন্দ্র করে জমির মালিকের আত্মীয়র হামলায় বর্গা কৃষকের পরিবারে নারী পুরুষ সহ ৫ জন আহত হয়েছেন।
বৃহস্পতি বার সকালে উপজেলার বেতবাড়িয়া ইউনিয়নের ওপর বেতবাড়িয়া গ্রামে এ হামলার ঘটনা ঘটে।
এ ঘটনায় আহত হয়েছেন, বর্গাচাষী গোলাম আলী মন্ডল (৫৬) পিতা মৃত ইয়াসিন মন্ডল। স্ত্রী মনোয়ারা খাতুন (৫০) তার ছেলে রবিউল ইসলাম (৩০), শফিকুল ইসলাম (২০) ও মেয়ে সোহাগী (৩০)। আহতদের মধ্যে সোহাগী বাবার বাড়িতে বেড়াতে এসে হামলার শিকার হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ধানের জমির রাসায়নিক সারের টাকা দিতে বিলম্ব হওয়া বর্গাচাষী গোলাম আলী মন্ডলের সাথে জমির মালিকের আত্মীয় খালেক মন্ডলের বিরোধ হয়। ইতোমধ্যে জমিতে সার দেওয়ার সময় পার হয়ে যায়। এ নিয়ে বৃহস্পতিবার সকালে দুই পক্ষের মধ্যে বাগ-বিতান্ডা হয়। পরে তা হামলায় রুপ নেয়। স্থানীয়রা এ হামলায় আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে আসে। তাদের প্রাথমিক চিকিৎসার পর ওয়ার্ডে ভর্তি করে রাখা হয়েছে।
বর্গা চাষীরপূত্রবধূ উম্মে কুলসুম দাবি করেন, তার স্বামী রবিউল ইসলামের একটি মোটর সাইকেল চুরির ঘটনায় জমির মালিকের আত্মীয় খালেকর শ্যাকের নাম জড়িয়ে খোকসা থনায় অভিযোগ দেওয়ার পর থেকে তাদের মধ্যে বিরোধের সূত্র পাত হয়। এর পর জমির সারের টাকা দেওয়া বন্ধ করে দেয় খালেক। জমির সারের টাকা চাওয়া কেন্দ্র করে এই হামলা হয়েছে। তারা এ ঘটনায়ও থানায় অভিযোগ করেছেন।
আহত সোহাগী জানান, তিনি বাবার বাড়িতে বেড়াতে এসে হামলার শিকার হয়েছেন। এ ঘটনায় তিনিও মামলা করবেন।
অভিযুক্ত খালেক মন্ডলের সাথে কথা বলার চেষ্টা করা হয়। কিন্তু তাকে পাওয়া যায়নি।
আরও পড়ুন – ডেঙ্গুতে ২৪ ঘন্টায় আরও ৮ জনের মৃত্যু হয়েছে
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডাঃ সুস্মিত জানান, চিকিৎসা দিয়ে ভর্তি করা হয়েছে। রোগীদের অবস্থা মোটামোটি আছে।
খোকসা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আননুর যায়েদ জানান, ওদের অভিযোগ দিয়েছে। তদন্তে প্রমান সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।