খোকসায় প্রথম করোনা আক্রান্তের দাফন সম্পন্ন

0
176
Corona-Dro-28p-11
করোনার প্রতিকী ছবি

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় করোনা আক্রান্ত হয়ে মৃত জামাল উদ্দিনের দাফন সম্পন্ন হয়েছে।

শুক্রবার বিকাল সাড়ে ৪ টার দিকে উপজেলা করোনা দাফন কমিটির সদস্যদের নেতৃত্বে খোকসায় করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া প্রথম রোগীর দাফন অনুষ্ঠিত হয়।

জানা গেছে, খোকসা জানিপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সাবেক এক শিক্ষিকার স্বামী ব্যবসায়ী জামাল উদ্দিন (৭৭) মস্তিকে রক্তক্ষরণ রোগে আক্রান্ত হন। চিকিৎসকের পরামর্শে পরিবারের লোকেরা তাকে শিমুলিয়া ইউনিয়নের ফুলতলায় জামাই বাড়িতে রেখে চিকিৎসা দিচ্ছিলেন। অসুস্থ জামাল উদ্দিনের করোনা পরীক্ষা করানো হয়। ২১ জুলাই তার শরীরে করোনা পজেটিভ ধরা পরে। পরে তাকে ওই বাড়িতে হোম আইসুলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল। শুক্রবার সকালে তার শারীরিক অবস্থার অবনতি হয়। এক পর্যায়ে বাড়িতে তিনি মারা যান।

উপজেলা প্রশাসনের তত্বাবধায়নে করোনায় মৃতব্যক্তির দাফন কমিটির সদস্য মওলানা সালাউদ্দিনের নেতৃত্বে একটি দল কেন্দ্রীয় কবর স্থানে মরহুমের দাফন সম্পন্ন করেন।

আরও দেখুন–অনলাইন ক্লাস-স্বাধীনতা দিবসকে ঘিরে (১)
আরও দেখুন-অনলাইন ক্লাস-স্বাধীনতা দিবসকে ঘিরে (২)
আরও দেখুন– ওদের ঘুম কেড়ে নিয়েছে গড়াই

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবাহ উদ্দীন, থানা ভারপ্রাপ্তপ্ত কর্মকর্তা জহুরুল আলম উপস্থিত ছিলেন বলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কামরুজ্জামান নিশ্চিত করেন। তিনি আরো জানান, নিহত জামাল উদ্দিনের মেয়ে জামাইসহ ৪ জনের নমুনা সংগ্রহ করা হয় ২২ জুলাই। রিপোর্ট এখনো তার হাতে আসেনি। তবে নিহত ব্যক্তির জামাইবাড়ি লকডাউন রয়েছে।

উল্লেখ্য, মরহুম জামাল উদ্দিন  খোকসা থানাপাড়ার স্থায়ী বাসিন্দা এবং শিক্ষিকা সামসুন্নাহার এর স্বামী ছিলেন।