স্টাফ রিপোর্টার
কুষ্টিয়ার খোকসায় এক দিনের প্রাণীসম্পদ প্রদশনী মেলা অনুষ্ঠিত হয়ে গেলো।
খোকসা জানিপুর সরকারী মাধ্যমিক বিদ্যালয়ে ভিতরের মাঠে উপজেলা প্রাণীসম্পদ অধিদপ্তরের আয়োজনে একদিনের মেলাটি অনুষ্ঠিত হয়। শনিবার সকালে উপজেলা নির্বাহি অফিসার মেজবাহ উদ্দীন বেলুন ও পায়রা উড়িয়ে মেলার উদ্বোধন করেন। এ দিন বিকালে মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ করেন সহকারী কমিশনার (ভূমি) ইসাহাক আলী।
দিনব্যাপী এ মেলার উদ্বোধন ও সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল আক্তার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ পলাশ চন্দ্র রায়, খোকসা থানার অফিসার ইনচার্জ সৈয়দ আশিকুর রহমান, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ফজলুল হক, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আল মাছুম মোর্শেদ শান্ত প্রমুখ।
খামারিরা ৫০টি স্টলে বিভিন্ন প্রকার গৃহপালিত প্রাণী প্রদর্শন করেন। বিকালে সমাপনী অনুষ্ঠানে সেরা খামারি ও উদ্যোক্তাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়