স্টাফ রিপোর্টার
কুষ্টিয়ার খোকসায় বাসস্ট্যান্ডে অভিযান চালিয়ে ফেন্সিডিল ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার সন্ধায় খোকসা থানা পুলিশ এ অভিযান চালিয়ে ১৪০ বোতল ফেনসিডিল ও ৬ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী পিন্টু ও মাইক্রোবাস চালক সঞ্জীবকে আটক করে। ধৃতদের বাড়ি দৌলতপুর উপজেলায়।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান তালুকদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে খোকসা থানা পুলিশের একটি দল দৌলতদিয়া গামী ওই মাইক্রোবাস কে চ্যালেঞ্জ করে। এক পর্যায়ে মাইক্রো বাসে তল্লাশি করে ১৪০ বোতল ফেন্সিডিল ও দুই পুটলায় ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, মাদক ব্যবসায়ী পিন্টু (৩০) ও মাদকের চালান বহনকারী মাইক্রোবাসের চালক সঞ্জীব হোসেন (৪৬) আটক করা হয়। মাদকের চালান বহকারী ঢাকা মেট্রো- চ -৫১-৬৯৩৪ নম্বরের মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে। আটকদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রন আইনে মামলার প্রস্তুতি চলছে। জেলার দৌলতপুর থেকে দৌলদিয়া ঘাটে মাদকের এ চালানটি পৌছে দেওয়ার দায়িত্ব ছিল আটক পিন্টুর।