স্টাফ রিপের্টার
কুষ্টিয়ার খোকসায় ফ্রিল্যান্সিং কমিউনিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকালে খোকসা সরকারি ডিগ্রী কলেজ ক্যাম্পাসে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পল্লী গ্রুপের চেয়ারম্যান মাহাবুব আলম মিশন।
রেমিট্যান্স যোদ্ধারা দেশের মাটিতে বসে দেশকে সমৃদ্ধ করছে। তারা দক্ষতা দিয়ে বিশ্ব বাজারে দেশের ভাবমুর্তি উজ্জল করছে। রেমিট্যান্স যোদ্ধাদের নানা সুবিধা অসুবিধার বিষয় নিয়ে আলোচনা করেন রাশেদ হাসান রাশেদ, মাজেদুল ইসলাম, মাহাবুব উল ইসলাম অভি, সায়েম হোসেন সুজন প্রমুখ।
খোকসা উপজেলা মডেল মসজিদের ইমাম চাঁদ আলী দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাকিব।
অনুষ্ঠানে প্রায় শতাধিক ফ্রিল্যান্সার অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন। উপজেলার প্রায় ১ হাজারের বেশী যুবক যুবতী ফ্রিল্যান্সিং এর বিভিন্ন বিভাগে নিজেকে যুক্ত রেখেছেন।