স্টাফ রিপোর্টার
কুষ্টিয়া খোকসায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটরল টুর্নামেন্ট (অনুর্ধ্ব ১৭) বালক দলের উদ্বোধনী খেলায় ১-০ গোলের ব্যবধানে খোকসা পৌরসভা একাদশ জিতেছে।
শুক্রবার বিকালে খোকসা জানিপুর সরকারী মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত উদ্বোধনী ম্যাচে অংশ গ্রহন করে খোকসা পৌরসভা একাদশ ও আমবাড়িয়া ইউনিয়ন একাদশ। নির্দ্ধারিত সময়ে পৌরসভা একাদশের পক্ষে একমাত্র গোলটি করেন আকাশ। খেলাটি পরিচালনা করেন চঞ্চল কুমার কর্মকার।
টুর্নামেন্টের উদ্বোধন করেন কুষ্টিয়া ৪ খোকসা কুমারখালী আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ এমপি। উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল আকতার, মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার ফজলুল হক প্রমুখ। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন কুমার বিশ্বাস।