স্টাফ রিপোর্টার
খোকসায় বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন দৌড়ের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সদর উদ্দিন খান।
এ সময় উপস্থিত থেকে ম্যারাথনে অংশগ্রহণ করেন উপজেলা নির্বাহী অফিসার মেজবাহ উদ্দীন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তারিকুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, সহকারী কমিশনার (ভূমি) ইসহাক আলী, উপজেলা কৃষি অফিসার সবুজ কুমার সাহা, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আয়েন উদ্দিন প্রমুখ।
এ ছাড়া উপজেলার ইউনিয়ন গুলো ও পৌর এলাকার প্রায় ১ হাজার প্রতিযোগী বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথনে অংশ গ্রহণ করেন। ৫ কিলোমিটার ম্যারাথন প্রতিযোগিতা শেষে লটারির মাধ্যমে ৩ জন কে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানের উদ্বোধক সদর উদ্দিন খান পুরস্কার বিতরণ করেন।