খোকসায় বাবার পা ভেঙ্গে দিলো ছেলে

0
108

স্টাফ রিপোর্টার

জমি লিখে না দেওয়ায় ছেলে হামলা করে ক্ষুদ্র ব্যবসায়ী ও প্রান্ত্রিক কৃষক কামিন শেখ (৪৯) এর বাম পা ভেঙ্গে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আহত ব্যবসায়ী তার একমাত্র ছেলে ও স্ত্রীর বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন।

সোমবার সকালে প্রান্তিক কৃষক ও ক্ষুদ্র ব্যবসায়ী কামিন শেখ (৪৯) এর উপর এ হামলা চালানো হয়। তিনি খোকসা উপজেলার শোমসপুর ইউনিয়নে নিশ্চিন্ত বাড়ি গ্রামের মৃত ফটিক শেখের ছেলে। আহত ব্যক্তি প্রান্তিক কৃষক ও ক্ষুদ্র্র ব্যবসায়ী।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, অন্যান্য দিন মত সোমবার সকালে ক্ষুদ্র ব্যবসায়ী কামিন শেখের সাথে ছেলে বাপ্পী শেখ ওরফে জীবনের কথা কাটাকাটি হয়। এর সূত্র ধরে জীবন তার বাবার উপর হামলা করে। এ সময় কামিন আহত হয়। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নেয়া হয়। আহতকে উপজেরা স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

ছেলে হামলায় আহত কামিন শেখের হাসপাতালে বারান্দায় ঠাই হয়েছে। বৃদ্ধা মা রহিমা খাতুন আহত ছেলে পাশে আশ্রয় নিয়েছেন। ভাঙ্গা পায়ের যন্ত্রনায় কাতরাতে কাতরাতে উঠে বসলেন কামিন। বাম পা ব্যন্ডেজে মোড়ানো। বয়বৃদ্ধ মা কে আশ্রয় দেওয়া আর কয়েক বিঘা মাঠান জমিসহ আধাপাকা বাড়ি তার জীবনের জন্য কাল হয়েছে বলে জানান। বিয়ের পর থেকে স্ত্রী সাগরিকা খাতুনকে নিয়ে অশান্তির ভোগ করেছেন। শেষ বয়সে এসে ছেলের হামলার শিকার হলেন।

চিকিৎসাধীন আহত ক্ষুদ্র ব্যবসায়ী কামিন শেখ অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে একমাত্র ছেলে বাপ্পী শেখ ওরফে জীবন বসত বাড়িসহ জমি সম্পত্তি লিখে দেওয়ার জন্য তার ওপর চাপ দিয়ে আসছে। তিনি এ প্রস্ততাবে রাজী না হওয়ায় গত এক সপ্তাহে তার উপর কমপক্ষে দুই দফায় হামলা করেছে ছেলে বাপ্পী শেখ ওরফে জীবন। গত দুই দিন আগে বাড়িতে পালন করা একটা গরু বিক্রির এক লাখ ৫২ হাজার টাকা কেড়ে নেবার চেষ্টা করে তার এই ছেলে। পরে স্থানীয় চেয়ারম্যানের মধ্যস্ততায় সেখান থেকে তাকে ৩০ হাজার টাকা দিয়ে সমাধান করা হয়। এর পরেও ছেলে থামছে না। পূর্ব পরিকল্পিত অনুযায়ী সোমবার তার উপর হামলা করা হয়। ছেলের লাঠির আঘাতে তার বাম পায়ের নিচের অংশ ভেঙ্গে গেছে। স্ত্রী ও ছেলে তার বৃদ্ধ মা রহিমা খাতুনকে প্রায়ই মারধোর করে। এবারেও সে হাসপাতালে ভর্তি তার বৃদ্ধমা কে ঘর থেকে নামিয়ে দেওয়া হয়েছে। তার উপর হামলায় জড়িত ছেলে ও স্ত্রীর বিরুদ্ধে তিনি নিজে বাদি হয়ে খোকসা থানায় অভিযোগ দায়ের করেছেন।

বাবা কামিন শেখের ওপর হামলায় অভিযুক্ত বাপ্পী শেখ ওরফে জীবন বলেন, তার বাবা (কামিন) প্রতিদিন নেশা করে বাড়ি ফেরেন। পরিবারের সবার সাথে খারাপ আচরণ করেন। এসব ঘটনায় ক্ষুদ্ধ হয়ে তিনি তার বাবাকে শাসন করেছেন।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা হাবিবুল্লাহ বলেন, অভিযোগ পাওয়া গেলে তড়িৎ ব্যবস্থা নেওয়া হবে।