স্টাফ রিপোর্টার
কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের খোকসায় বাস চাপায় আহত মাছ ব্যবসায়ী মারা গেছেন।
শুক্রবার সকালে মাছ ব্যবসায় সালাম মন্ডল (৪৫) শিমুলিয়া গ্রামের কাছে বাস চাপায় আহত হয়। তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নেওয়া হয়। পারে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করা হয়। সেখানে নেবার পথে আহত মাছ ব্যবসায়ী মারা যান।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে সাড়ে ৮ টার দিকে শতরুপা পরিবহনের যাত্রী বাহী বাস ঢাকা মেট্রো – জ – ১৪- ০৮৯৬ এর চালক নিয়ন্ত্রন হারিয়ে বাইসাইকেল আরহী মাছ ব্যবসায়ীকে চাপা দেয়। পরে ঘাতক বাসটিকে থানা পুলিশ আটক করেছে। তবে চালক হেলাপার ও সূপাভাইজার আত্ম গোপন করেছে।
খোকসা থানার ওসি (তদন্ত) ইদ্রিস আলী নিশ্চিত করেন বাস চাপায় আহত মাছ ব্যবসায়ী মারা গেছেন। ঘাতক বাস টি উদ্ধার করে খোকসা থানার হেফাজতে আনা হয়েছে। রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত কেউ মামলা করতে আসেনি বলেও তিনি জানান। তবে নিহত মাছ ব্যবসায়ী মির্জাপুর গ্রামের আবুল কালাম মন্ডলের ছেলে মোঃ সালাম মন্ডল (৪৫)।