খোকসায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ আহত ১৫ জন

0
136

স্টাফ রিপোর্টার

গভীর রাতে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের খোকসায় একটি পরিবহনের যাত্রীবাহী বাস ও ট্রাক মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার দিনগত রাত ১২ টার দিকে এই অঞ্চলিক মহসড়কের বিলজানি বাজারের পূর্ব পাশে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় এক শিশু বাদে বাসের ১১ যাত্রীর সবাই গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এদের মধ্যে আহত তিনজনকে রেফার্ড করা হয়েছে। এবং তিন জনকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ছাড়া বাস ও ট্রাকের আহত চালকরা ঘটনাস্থল থেকে আত্মগোপনে চলে যায়। দুর্ঘটনা কবলিত দুটি গাড়ি দুমড়ে মুচরে সড়কের উপর পরে। ফলে সড়কে যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে থানা পুলিশ ঘটনা স্থলে পৌচ্ছে বিকল্প সড়কে যান চলাচল স্বাভাবিক করে।

যাত্রীদের সূত্রে জানা গেছে, রাতে ঢাকা থেকে কুষ্টিয়ার উদ্যেশ্যে যাত্রী নিয়ে ছেড়ে আসা শুভ বসুন্ধরা পরিবহনের (ঢাাকা মেট্রো- ব -১২ -৪০১০) বাসটি ঘটনা স্থলে পৌচ্ছালে বিপরিত দিক থেকে আসা পণ্য বোঝাই ট্রাক ( ঢাকা মেট্রো ট – ২০-৭৭৫৮) এর সাথে সামনা সামনি আঘাত করে।

বাস ট্রাক মুখোমুখি সংঘর্ষে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন, হেলাল (৫৪), সোলাইমান (৪০), রবিউল (৩০), জাহাঙ্গীর (২৩), রফিকুল (৪২) আমির হোসেন (৪৫)।

হাসপাতালে চিকিৎসাধীন বাসের হেলপার জাহাঙ্গীর জানান, তার গাড়ি ঠিক ভাবে আসছিল। ট্রাকের চালক এলোমেলো আসছিল। ওই গাড়ি বাসের সামনে আছড়ে পরেছে।

শিমুলিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মেম্বর আনছার আলী জানান, ঠিক ১২ টা ২ মিনিটের সময় বিকট শব্দ পেয়ে তিনি রাস্তায় আসেন। লোকজন নিয়ে উদ্ধার কাজে ঝাপিয়ে পরে। তিনি জানান, বাসের এক শিশু যাত্রীবাদে ১০/১১ জন যাত্রী, ড্রাইভার, হেলপার ও সুপার ভাইজার সবাই আহত হয়েছেন। দুই গাড়ির চালকদের একটি বাসে রাজবাড়ী পাঠিয়ে দেওয়া হয়।

আরও পড়ুন – খোকসায় চাঁদাবাজির মামলায় আটক এক

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা উদ্ধার কাজে অংশ নিয়েছে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। যোগাযোগ স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করছে।