খোকসায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ৩

0
368
আহত সাবেক ছাত্রদল নেতা জ্যাকি

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসার গ্রামে আধিপত্য বিস্তার কেন্দ্র করে বিএনপি’র দুই গ্রæপের মধ্যে সংঘর্ষে সাবেক ছাত্রদল নেতাসহ দুই পক্ষের ৩ জন আহত হয়েছেন।

শুক্রবার সকালে ওসমানপুর ইউনিয়ন বিএসপি’র সভাপতি শহীদ মেম্বর ও মিরাজ মেলেটারী গ্রæপের মধ্যে খোকসা খেয়া ঘাটে হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় আহত জ্যাকির চাচা শহীদ মেম্বর বাদি হয়ে থানায় মামলা দায়ের করেছেন।

হামলা পাল্টা হামলায় আহত হয়েছেন থানা ছাত্রদলের সাবেক যুগ্ন আহবায় জুবায়ের রহমান জ্যাকি (২৭)। সে ওসমানপুর গ্রামের জিল্লুর রহমানের ছেলে। প্রতিপক্ষের রাজবির (২৬) ও হৃদয় (২৪)। আহতরা সহদর একই গ্রামের মিরাজ মেলেটারির ছেলে।

স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, বিএনপির সভাপতি শহীদ মেম্বর ও বিএনপিতে সদ্য যোগদান কারী মিরাজ মেলেটারীর মধ্যে বিরোধ দীর্ঘ দিনের। ৫ আগস্টের পর ওসমানপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভপতি মিরাজ বিএনপিতে যোগদেন। সম্প্রতি এক গরু চোর ধরা কেন্দ্র বিবাদ মান দুই পক্ষ নতুন করে বিরোধে জড়িয়ে পরে। এ ঘটনার জের ধরে শুক্রবার সকালে প্রতিপক্ষ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ এলাকায় মিরাজ মেলেটারিকে ধাওয়া করে। তিনি আত্মগোপন করে প্রাণে রক্ষা পান। এর কিছু সময় মিরাজ মেলেটারীর ছেলে ও লোকেরা নদী পার হয়ে উপজেলা সদরে প্রবেশের চেষ্টা করে। এ সময় খোকসা খেয়া ঘাটে দুই পক্ষ হামলা পাল্টা হামলায় জড়িয়ে পরে।

আহত হৃদয়

হাসপাতালে আহত চিকিৎসাধীন রাজবির ও হৃদয় সহদর দাবি করেন, খেয়া নৌকায় তারা নদী পার হয়ে তারা বাজার করতে আসছিল। ঘাটে প্রতিপক্ষ জ্যাকির নেতৃত্বে প্রায় ১শ লোক ধারালো অস্ত্রসহ তাদের উপর হামলা করে।

আহত রাজবির

ওসমানপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি শহীদ মেম্বর জানান, তার প্রতিপক্ষ মিরাজ মেলেটারি বিএনপির এক নেতার কাছে যোগদান করে। এর পর থেকে তার লোক-জনকে হুকমী ধামকি দিয়ে আসছে। আজ (শুক্রবার) সকালেও খেয়া নৌকার উপর তার ভাতিজা জ্যাকির উপর হামলা করে। তিনি এ হামলার বিচার দাবি করেন।

আওয়ামী লীগের জনসভায় প্রধান অতিথির পেছলে উকি দিচ্ছেন মিরাজ মেলেটারি

মিরাজ মেলেটারীর সাথে মুঠো ফোনে কথা বলা হয়। তিনি অভিযোগ করে বলেন, পান থেকে চুন খসলেই তাদের উপর হামলা নির্যাতন চালায় তালিকা ভুক্ত সন্ত্রাসী বিএনপি নেতা শহীদ মেম্বরের লোকেরা। এই সন্ত্রাসীদের ভয়ে তিনি উপজেলা সদরে আত্মোগোপনে আছেন। আজ (শুক্রবার) সকালে মুক্তিযোদ্ধা সংসদ চত্বরে তার উপর হামলা করা হয়। পালিয়ে প্রাণে রক্ষা পেয়েছেন। পুলিশ তার পক্ষের লোকদের আটক করেছে।

আরও পড়ুন – ব্যস্ত কৃষাণীরাও

খোকসা থানা ভার প্রাপ্ত কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম বলেন, এ ঘটনায় একটি মামলা হয়েছে। দুই জন আটক হয়েছে। আহতরা বিভিন্ন হাসপাতালে রেফার্ড নিয়ে চিকিৎসা নিচ্ছেন।