স্টাফ রিপোর্টার
কুষ্টিয়ার খোকসায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
বুধবার উপজেলা পরিষদ হলরুমে ২ দিন ব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং মেলার উদ্বোধন করেছেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান হাজী সদর উদ্দিন খান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাজমুল হক। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মেজবাহ উদ্দীন।
সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইসহাক আলী, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সবুজ কুমার সাহা, সহকারী মাধ্যমিক অফিসার মোস্তাফিজুর রহমান, একাডেমিক সুপারভাইজার মিলন হোসেন খান, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।