খোকসায় বিদ্যুতের খুটি পোতা নিয়ে হামলায় ৫ জন আহত

0
100

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসার গ্রামে বিদ্যুতের খুটি পোতা কেন্দ্র করে মামাতো ও ফুপাতো ভাইদের মধ্যে হামলায় দুই ৫ জন গুরুতর আহত হয়েছে।

উপজেলার জয়ন্তী হাজরা ইনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে পূর্ব গোপালপুরে শুক্রবার এ হামলার ঘটনা ঘটে।

জানা গেছে, পূর্ব গোপালপুর মাঠে আলম সরদার তার নিজের স্যালো মেশিনে বিদ্যুতের সংযোগের জন্য টাকা জমা দেয়। শুক্রবার পল্লী বিদ্যুতের ঠিকাদার নতুন সংযোগের জন্য একটি খুটি পুততে গ্রামে আসে। এ সময় একই মাঠের অপর স্যালো মেশিনের মালিক আয়ুব আলীর লোকেরা তাদের বাঁধা দিলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। হামলায় দুই পক্ষের প্রধানসহ ৫ জন গুরুতর আহত হয়। আহতদের উপজেলা স্বাস্থ্য কম্পক্সের জরুরী বিভাগে চিকিৎসা দেওয়া হয়। তাদের মধ্যে আয়ুব আলী (৫৫) ও কলম সরদার (৪০) কে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়েছে। এ ছাড়া জামাল সরদার (৫০), আলম সরদার (৩৯) ও প্রতিপক্ষের আজাদ (৪৩) কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

আলম সরদার দাবি করেন, তার নিজের জমিতে স্যালো মেশিন আছে। সেখানে বিদ্যুতের লাইনের জন্য টাকা জমা দিয়েছেন। প্রতিপক্ষ তার মেশিন চালাতে দেবে না। এ জন্য বিদ্যুতের সংযোগ দেওয়ায় বাঁধ দিয়েছে। তাদের উপর হামলা করেছে। তিনি মামলা করবেন।

আহত আয়ুব আলী দাবি করেন, ৩০ বছর আগে নিজের জমিতে স্যালো পুতে কৃষকদের মাঠে পানি দিচ্ছে। ৫/৭ মাস আগে স্যালো পুতে তারা মাঠ দখলের চেষ্টা করছেন। তিনি সুস্থ হয়ে ফিরে মামলা করবেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডাঃ আবির হোসেন সোহাগ জানান, দুই জনের আঘাত গুরুতর। তাই তাদেও রেফার্ড করা হয়েছে। আহতদেও সবার শরীরে ধারালো অস্ত্রেও আঘাত রয়েছে।