খোকসায় বিদ্যুতে জড়িয়ে কৃষকের মৃত্যু

0
143

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় নিজের বাড়ির রান্না ঘরের বেড়া দেয়ার সময় বিদ্যুতে তারে জড়িয়ে এক বৃদ্ধের মাত্যু হয়েছে।

বুধবার দুপুরে উপজেলার জয়ন্তী হাজরা ইউনিয়নের মহিষ বাথান গ্রামের আলীম প্রামানিক (৭০) নিজের বাড়ির রান্না ঘরের বেড়া দেয়ার সময় বিদ্যুত স্পৃষ্ট হয়। তাকে গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে আনা হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃতবলে ঘোষনা করেন।

জয়ন্তী হাজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সকিব খান টিপু জানান, বিদ্যুত স্পৃষ্ট হয়ে আলীম প্রামানিকের মৃত্যু দুঃখ জনক। বৃদ্ধ নিজের বাড়িতে কাজ করার সময় মারা যান বলেও নিশ্চিত করেন।