খোকসায় বৈদ্যুতিক মিটার চুরি করে চাঁদা দাবি

0
90

স্টাফ রিপোর্টার

দুর্বৃত্ত¡রা রাতের আঁধারে একাধিক স’ মিলের বৈদ্যুতিক মিটার চুরি করে নিয়ে গিয়ে। চুরির পর মোবাইল নম্বর সম্বলীত চিরকুট রেখে গেছে। আর ওই নম্বরে ফোন করলেই মিটার ফেরত পেতে ৫ হাজার টাকা চাঁদা দাবি করা হচ্ছে।

শুক্রবার গভীর রাতে সঙ্গবদ্ধ দুর্বৃত্তরা উপজেলার ১ নং খোকসা ইউনিয়ন পরিষদের হেলালপুর ও মোড়াগাছার গ্রামের তিতুমীর স’মিল এবং রুহুল স’মিলের বৈদ্যুতিক মিটার চুরি করে নিয়ে যায়। চুরি যাওয়া মিটারগুলোর সাথে একটি ছোট পলিথিনে মোবাইল নম্বর লেখে রেখে যায় দুর্বৃত্ত¡রা। শনিবার সকালে মিলের মালিকরা ঘটনাটি বুঝতে পারে। তারা মিটারের বাক্সের সাথে পাওয়া ওই মোবাইল নম্বরে কল করেন। মোবাইলটির ব্যবহারকারী তার নিজের নাম পরিচয় গোপন রেখে সাফ জানিয়েদেন মিটার প্রতি ৫ হাজার টাকা বিকাশ করলে মিটার ফেরৎ দেওয়া হবে।

একটি স’ মিলের মালিক তিতুমীর সালিম জানান, তার মিলে কোন নৌশ প্রহরী নাই। সকালে এসে মিলে বিদ্যুত না থাকায় তিনি লাইন চেক করতে যান। এ সময় মিটার চুরির ঘটনাটি তার চোখে পরে। বৈদ্যুতিক মিটারের বাক্সের মধ্যে পলিথিনে মোড়ানে মোবাইল নম্বরে তিনি ফোন দিয়েছিলেন। ফোন ব্যবহার কারী তার কাছে ৫ হাজার টাকা চাঁদা দাবি করেছে। টাকা দিলে মিটার পৌচ্ছে দেওয়ারও প্রতিশ্রæতি দিয়েছেন। তিনি থানায় অভিযোগ করবেন বলে জানান।

পল্লী বিদ্যুত সমিতি থেকে মিটার পাওয়া নিয়ে নানা জটিলতা থাকায় তাদের মিলগুলো অনিদ্রষ্ট কালের জন্য বন্ধ থাকতে পারে বলে তিনি আশক্সক্ষা করছেন।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা হাবিবুল্লাহ স’মিলের মিটির চুরি ও চাঁদা চাওয়ার অভিযোগ নিয়ে কেউ থানায় আসেনি।