স্টাফ রিপোর্টার
কুষ্টিয়া – রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কে খোকসার হিলালপুর গ্রামের কাছে ভিমরুলের আক্রমনে চার শিশু সহ ৬ জন পাখি ভ্যানের যাত্রী গুরুতর আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় উপজেলার মহম্মদপুর গ্রামের জুয়াদ আলীর ছেলে বকুল তার দুই শিশু পুত্রসহ চার শিশু, শ^াশুরি, ভাইরা ভাইয়ের ছেলে নিয়ে বাড়ি ফিরছিলেন। এক পর্যায়ে তাদের বহণকারী পাখি ভ্যানটি ঘটনা স্থলে পৌচ্ছালে ক্ষিপ্ত ভীমরুলের দল ভ্যানের যাত্রীদের উপর আক্রমন করে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে যায়। ভীমরুলের কামরে গুরুতর অসুস্থ বকুল (৩৬) তার নিজের ছেলে তামিম (৪) ও নাঈম (৮) শাশুড়ি জাহিদা (৫৮) ভাইরা ভাইয়ের ছেলে জিম (৮) ও আসাদুলের মেয়ে আছিয়া (২) কে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
স্থানীয় শিশুরা খেলার সময় ঢিল ছুড়লে রাস্তার পাশে থাকা একটি ভীমরুলের বাসা ভেঙ্গে পরে। বাসা হারা ভীমরুলের দল সড়কসহ আশে পাশের এলাকায় ছড়িয়ে পরে। ক্ষিপ্ত দলছুট ভীমরুল তখন পথচারীদের উপর আক্রমন করে।
জরুরী বিভাগে কর্মরত চিকিৎসক ডাঃ সামিরা নওরিন জানান, ভীমরুলের আক্রমনে আহতরা ভালো আছেন। তাদের সবার চিকিৎসা চলছে।