খোকসায় ভুল ওষুধ খেয়ে শিশু অসুস্থ্য

0
152
ভুল ওষুধ খেয়ে অসুস্থ্য শিশু মরিয়ম

স্টাফ রিপোর্টার

খোকসার গ্রামে চাচির ঘুমের ওষুধ খেয়ে গুরুতর অসুস্থ্য হয়ে পরা শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার সকালে উপজেলা বনগ্রামে এই দুর্ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় অসুস্থ্য শিশুর নাম মরিয়ম, সে গ্রামের সাইদুল ইসলামে মেয়ে।

পরিবার সূত্রে জানা গেছে, সকালে মরিয়ম বাড়ির পাশের দোকান থেকে বিসকুট কিনে খায়। এ পরে সে চাচির ঘরে ঢুকে পরিবারের লোকের অজান্তে টেবিলের উপর রাখা এ্যামিলিন -১০ নামের একটি ঘুমের ওষুধ খেয়ে ফেলে। মুহুত্যের মধ্যে শিশুটি ঘুমায়ে যায়। বিষয়টি পরিবারের লোকেরা বুঝতে পেরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসতা শিশুটিকে কুষ্টিয়া জেলালেন হাসপাতালে স্থানান্তর করেন।

জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডাঃ আশরাফুল আলম শিশুটির ওপিসি পয়জনিং বলে মনে করছেন। এ ছাড়া সে যেটাই খেয়েছে তার প্রভার শিশুর শরীরে জটিল আকার ধারন করছে। উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।