খোকসায় ভেজাল গুড় তৈরীর কারখানায় আবার অভিযান

0
221
অভিযানের সময় ফায়ার সাভিস কর্মীরা পানি দিয়ে আখানেভানোর চেষ্টা করছে।

স্টাফ রিপের্টার

কুষ্টিয়ার খোকসায় আখের ভেজাল ডিমে গুড় তৈরীর আর এক কারখানায় ভ্রাম্যমান আদালতের অভিযান চলছে।

অভিযানের সময় ফায়ার সাভিস কর্মীরা পানি দিয়ে আখানেভানোর চেষ্টা করছে।

রবিবার দিনগত রাত পৌনে ১০টার দিকে কালীবাড়ি সড়কে নিত্য গোপাল বিশ্বাসের আখের ভেজাল গুড় তৈরীর কারখানায় অভিযান শুরু করেছে ভাম্যমান আদালত। উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবাহ উদ্দীনের নেতৃত্বে ভেজার বিরোধী এ অভিযান চলছে। অভিযান শুরুর আগেই কারখান মালিক-কর্মচারীসহ সবাই আত্মগোপন করলেও এক শ্রমিক ও কারখানা মালিকের অপ্রাপ্ত বয়স্ক ছেলেকে আদালতের নির্দেশে পুলিশ হেফাজতে নিয়েছে। বিস্তারিত আসছে।