খোকসায় ভেলা বাইচ প্রতিযোগীতা

0
164

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় জিকে ক্যানেলে ভেলা বাইচ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল থেকে উপজেলার ওসমানপুর ইউনিয়নের রমানাথপুরে জিকে ক্যানেলে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ভেলা বাইচ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগীতায় ৪টি ভেলা অংশ গ্রহন করে। “দমের মাদার” নামের ভেলাটি চাম্পিয়ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওসমানপুর ইউনিয়নের চেয়ারম্যান এ্যাডঃ ওহিদুল ইসলাম ডবলু। অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন রমানাথপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ গোলাম মোস্তফা কামাল, আনিসুর রহমান লিটন প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ২ নং ওসমানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাসান বসির সিদ্দিকি।

চাম্পিয়ন হওয়া দমের মাদার নামের ভেলাটি মালিক স্বপন আলীর হাতে পুরস্কার তুলেদেন অনুষ্ঠানের প্রধান অতিথি ।