ষ্টাফ রিপোর্টার
খোকসায় মাস্ক ব্যবহার না করে প্রকাশ্য বাজারে চলাফেরা করার অপরাধে ৯জনকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সবুজ কুমার বসাক স্বাস্থ্য বিধি প্রতিপালনের বিষয়ে নজরদারি করেন। এ সময় মাস্ক ব্যবহার না করে প্রকাশ্য বাজারের ঘোরাঘুরি করার অপরাধে বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৯টি মামলায় ৪ হাজার টাকা জরিমানা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সবুজ কুমার বসাক দ্রোহ প্রতিনিধিকে জানান, স্বাস্থ্য বিধি প্রতিপালনে জেলা প্রশাসন শক্ত অবস্থান নিয়েছে। সরকার ঘোষিত স্বাস্থ্য বিধি উপেক্ষা করে প্রকাশ্য বাজার ও ব্যবসা প্রতিষ্ঠানে এলেই তাদের বিরুদ্ধে জেল ও জরিমানার বিধান রয়েছে। স্বাস্থ্য বিধি বাস্তবায়নের জন্য আইন অম্যানকারীদের শাস্তি দেওয়া হয়েছে। মাস্ক ছাড়া বাড়ি বাইরে আসা যাবেনা। এই অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।