স্টাফ রিপোর্টার
কুষ্টিয়ার খোকসা বাজারে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে বেশী দামে ডিম বিক্রির প্রমান মেলায় সাত ব্যবসায়ীকে জরিমান করেছে।
মঙ্গলবার সকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও ট্রাস্কফোর্স যৌথ ভাবে এ অভিযাান পরিচালনা করেন।
আরও পড়ুন – খোকসায় পৌর প্রশাসকের বিরুদ্ধে ব্যবসায়ীর মানববন্ধন
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুষ্টিয়া জেলার সহকারী পরিচালক সূচন্দন মন্ডল জানান, নিয়মিত বাজার মনিটারিং এর আওতায় অভিযান পরিচালনা করে। ডিম ব্যবসায়ী শাহিন নির্ধারিত দামের থেকে প্রতি ডজন ডিমে অতিরিক্ত ৬ টাকা বেশি নিচ্ছিলেন। তাকে হাতে নাতে ধরে ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্র ও পরিবেশন করায় রায় সুইটস হোটেল এন্ড রেষ্টুডেন্টের ও মধুসূদন মিষ্টি ভান্ডারের মালিক কে ৫ হাজার টাকাসহ মোট সাত ব্যবসায়ীকে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়।
আরও পড়ুন – পদ্মায় নিখোঁজের ৩৪ ঘণ্টা পরে এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার
এ সময় উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা মো: সোহেল রানা, ফুড ইন্সপেক্টর মোছা মিনারা খাতুন উপস্থিত ছিলেন।