খোকসায় মন্দিরে মন্দিরে শিব চতুর্দশী পুজা শুরু

0
69

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসার বিভিন্ন পূজামন্দিরে শিব চতুর্দশী পুজা অর্চনা শুরু হয়েছে। তবে ঈশ্বরদীর একটি মন্দিনে পূজা ও উ’সব চলবে চার দিন ব্যাপী।

বুধবার এ উপলক্ষে দুপুরে উপজেলা ঈশ্বরদী পাগলা বাবার ধাম থেকে শুরু হওয়া মঙ্গল শোভাযাত্রা। এই মন্দিরে চার দিন ব্যাপী শিব চতুর্দশী পুজার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

মঙ্গল শোভাযাত্রাটি ঈশ্বরদী পাগলা বাবার ধাম থেকে শুরু হয়ে ইচলাট বটতলা প্রদক্ষিন শেষে সিরাজপুর হাওর নদীর নাগরপাড়া ঘাটে বাবা মহাদেবের পূন্য¯œান অনুষ্ঠিত হয়। পূন্য¯œান ও মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহন করেন ঈশ্বরদী পাগলা বাবার ধামের প্রধান ভক্ত হৃদি বিশ্বাস, সন্যাসী সুমন কুমার মন্ডল, পানু সরকার, কৃষ্ণ সরকার, নিভির সরকার, দেবাশিষ সরকার, ধামের ভক্ত সাধন বিশ্বাস, কানু সরকার, মৃনাল বিশ্বাস, অঞ্জন সরকার সহ দুই শতাধীক ভক্তবৃন্দ।

ঈশ্বরদী পাগলা বাবার ধাম সূত্রে জানা যায়, বুধবার রাতে ৪ প্রহরে বাবা মহাদের পুজা, বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার ভক্তিমূলক গান ও লীলা কির্তণ ও প্রসাদ বিতরন অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন – বঙ্গবন্ধু সেতু ও টানেলের নাম পরিবর্তন

একই সময়ে খোকসা কালীবাড়ি শিব মন্দিরে শিব চতুর্দশী উপলক্ষে পূজা-অর্চনা শুরু হয়েছে। চলবে বুধবার দিনগত রাত ভোর।