খোকসায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

0
48

স্টাফ রিপোর্টার

খোকসায় উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে।

বুধবার সকাল ৮ টায় মুক্তিযোদ্ধা সংসদ চত্বরে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসটির আনুষ্ঠানিকতা শুরু হয়।

এরপর একটি বর্ণাঢ্য আনন্দ র‌্যালি খোকসা বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়। পায়রা ও বেলুন উড়িয়ে কুচকাওয়াজ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রদীপ্ত রায় দীপন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খোকসা থানার অফিসার ইনচার্জ শেখ মঈনুল ইসলাম, মুক্তিযোদ্ধাকলীন কমান্ডার মো. আলাউদ্দিন খান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেশমা খাতুন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আবির হোসেন সোহাগ, খোকসা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান সৈয়দ আমজাদ আলী সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, ফায়ার সার্ভিসের সদস্য, আনসার বাহিনী, সাংবাদিক ও সুধী সমাজের প্রতিনিধিরা।

কুচকাওয়াজ শেষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় উপজেলা অডিটোরামে। আলোচনা সভায় বক্তারা মহান স্বাধীনতা সংগ্রামের গৌরবোজ্জ্বল ইতিহাস তুলে ধরেন এবং নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গঠনে উদ্বুদ্ধ করার আহ্বান জানান।

আরও পড়ুন – একাত্তরের সাথে চব্বিশকে কোন ভাবেই তুলনা করা যাবে না – রাশেদ খান

উক্ত অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরাও অংশগ্রহণ করেন। দিনব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে মহান স্বাধীনতা দিবসটি যথাযথভাবে উদযাপিত হয়।