খোকসায় মাইকে ঘোষনা দিয়ে হামলা পাল্টা হামলা

0
108
বুধবার রাতে উথলী গ্রামে হামলায় ক্ষতি গ্রস্থ নৌকা সমর্থকের বাড়ির অংশ

স্টাফ রিপোর্টার

রাতের আঁধারে মাইকে ঘোষনা দিয়ে নৌকা ও ট্রাক প্রতীকের সমর্থকদের বাড়িতে হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটেছে। দুই পক্ষের প্রায় সাতটি বাড়ি ভাংচুর লুট তরাজ হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। তবে হতাহতের খবর পাওয়া যায়নি।

জানা গেছে, বুধবার দিনগত রাত ৮টার দিকে খোকসার জয়ন্তী হাজরা ইউনিয়নের উথলী ও রাধানগর গ্রামে এ হামলা পাল্টা হামলার ঘটনা ঘটে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্র করে নৌকার সমর্থক ও ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে একাধিক বার হামলা পাল্টা হামলার ঘটনা ঘটেছে। সর্বশেষ বুধবার রাতে ট্রাক প্রতীকের সমর্থকরা প্রতিপক্ষের সম্ভব্য হামলা প্রতিহত করার জন্য মহিষবাথান মসজিদের মাইক থেকে ঘোষা দেয়। এ সময় নৌকার সমর্থকরা প্রতিপক্ষের হামলা প্রতিহত করতে রাধানগর সমজিদের মাইক পাল্টা ঘোষনা দেয়। ইতোমধ্যে প্রতিপক্ষের লোকেরা উথলী গ্রামে নৌকা সমর্থক ও স্থানীয় ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের মেম্বর আব্দুর রাজ্জাকের বাড়িসহ কয়েকটি বাড়িতে হামলা করে। এ সময় রাধানগর গ্রামের ট্রাকের সমর্থক মিজান ডাক্তার ও তার অনুসারীদের বাড়িতে হামল ভাংচুর ও লুট করে প্রতিপক্ষ। পরে পুলিশ ঘটনা স্থলে পৌচ্ছে পরিস্থিতি নিয়ন্ত্রন করে। রাত সাড়ে ১০টার পর রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ ঘটনা স্থলে ছিল বলে জানা গেছে।

জয়ন্তী হাজরা ইউনিয়নের মেম্বর আব্দুর রাজ্জাকের সাথে মুঠো ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, মাইকে ঘোষনা দিয়ে ট্রাকের সমর্থকরা হামলা করে। এসময় প্রতিটি বাড়িতে রাতের খাবারের জোগার চলছিল। প্রতিপক্ষের সন্ত্রাসীরা তার বাড়ি ছাড়াও নৌকার সমর্থক কুতুব উদ্দিন, মোস্তফা, সালামের বাড়ি সহ ৫টি বাড়ি ভাংচুর ও লুট পাট চালিয়েছে। পুলিশের সাথে থাকায় তিনি কথা বলতে পারছেন বলে জানান।

প্রতিপক্ষের হামলায় ক্ষতিগ্রস্ত ট্রাকের সমর্থক মিজানুর রহমান মিজান ডাক্তারের সাথে মুঠো ফোনে যোগাযোগ করা হয়। তিনি জানান তার ও তার লোকদের বেশ কয়েকটি ভাংচুর ও লুটতরাজ করেছে প্রতিপক্ষ। হামলার পর তিনি অসুস্থ হয়ে পরেছে। সকালে কথা বলবেন।

এ ব্যাপারে পুলিশের বক্তব্য জানার জন্য চেষ্টা করা হয়। তবে বক্তব্য পাওয়া যায়নি।