স্টাফ রিপোর্টার
কুষ্টিয়া খোকসায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা অভিযান চালিয়ে ৫৫ পিচ ইয়াবাসহ হাসান উর রহমান (৩৪) নামে এক মাদক ব্যাবসায়ী কে গ্রেফতার করেছেন।
সোমবার উপজেলার শামসপুর ইউনিয়নের পদ্মবুলা গ্রাম থেকে মাদক ব্যবসায়ী হাসান উর রহমান কে আটক করে। সে রাজবাড়ী জেলার পাংশা থানার রামকোল গ্রামের আবু তালেব মল্লিক এর ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের কুষ্টিয়া সার্কেল খ উপ পরিচালক সানোয়ার হোসেন জানান, দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পদ্মবিলা গ্রামের জাফর আলী শেখের মুদিদোকানের পাশ থেকে হাসান উর রহমান কে গ্রেফতার করেন। এ ব্যাপারে সন্ধা সাড়ে ৬ টার সময় এ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের হয়েছে।