খোকসায় যুবলীগের উদ্যোগে বৃক্ষরোপন

0
140
খোকসায় যুবলীগের উদ্যোগে বৃক্ষরোপন

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসা উপজেলা যুবলীগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

বৃহস্পতিবার বিকালে খোকসা জানিপুর সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের ফুটবল মাঠে কদম গাছের চারা রোপনের মধ্য দিয়ে কর্মসূচির আনুষ্ঠানিক যাত্রা শুরু করা হয়। এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আল মাছুম মোর্শেদ শান্ত। পরে থানা কমপ্লেক্সে, খোকসা ডিগ্রী কলেজ ক্যাম্পাস, উপজেলা পরিষদ ক্যাম্পাস ও বিভিন্ন সড়কে ফলদ এবং কাঠজাত গাছের চারা রোপণ করা হয়।

আরও দেখুন –খোকসায় মুক্তিযোদ্ধার বাড়ি পুড়িয়ে দেওয়ার অভিযোগ

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাপ্পী বিশ্বাস রাজু, শহর যুবলীগ সভাপতি সুলতান হোসেন, শহর যুবলীগ সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, সজল রায়, রাজু আহম্মেদ, হেলালউদ্দিন, সাইফুল ইসলাম, কামরুজ্জামান প্রমুখ।