স্টাফ রিপোর্টার
কুষ্টিয়ার খোকসায় জাতীয় যুব দিবস উপলক্ষে আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ করা হয়।
রবিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, অন্যাদের মধ্যে বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান পুনম, মাধ্যমিক শিক্ষা অফিসার নাজমুল হক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুবিনা আক্তার, খোকসা থানার এসআই তুহিন হোসেন, যুব সংগঠনের প্রতিনিধি ও উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক আরিফুল আলম তসর প্রমুখ।
সভা শেষে যুবকদের মাঝে যুব ঋণের চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব উনয়ন কর্মকর্তা বদিউজ্জামান।
খোকসা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও যুব সংগঠনের প্রতিনিধি শেখ সাইদুল ইসলাম প্রবীন অনুষ্ঠানটির সঞ্চালনা করেন।