খোকসায় র‌্যাবের অভিযানে ২ মাদক ব্যবসায়ী আটক

0
552

স্টাফ রিপোর্টার

র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের একটি চৌকষ দলের মাদক অভিযানে দুই ইয়াবা ব্যবসায়ী আটক হয়েছে।

শনিবার সন্ধ্যা ৬টার দিকে কুষ্টিয়ার খোকসা উপজেলার কালীবাড়ি মোড়ে অবস্থিত সরদার ফার্মেসি এন্ড সরদার মোবাইল সেন্টার এর সামনে পাকা রাস্তার উপর একটি মাদক অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে প্লাস্টিক জারে ভরা ১৫০ পিচ ইয়াবা, ২ টি মোবাইল ফোন, ৬ টি সীম কার্ড, নগদ ৮ হাজার ৮ শত টাকা সহ ২ মাদক ব্যাবসায়ীকে আটক করে র‌্যাব। আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন, ফরহাদ (৩৬) পিতাঃ মুক্তিযোদ্ধা আব্দুর রহমান অপর জন হলেন একই উপজেলার ওসমানপুরের টোকন শেখ (২৭),পিতা-মৃত আফজাল শেখ।

জানা গেছে, দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায়ী ফরহাদ উপজেলার কালীবাড়ি রোডে অবস্থিত তার নিজস্ব সরদার ফার্মেসিতে বসে ইয়াবা বিক্রি করে আসছে। এলাকার উঠতি বয়সের যুবকেরা সন্ধ্যায় এসে ভীড় জমায় তার দোকানে। অভিযুক্ত মাদক ব্যবসায়ী ফরহাদের নামে খোকসা থানায় মাদক বিক্রির অভিযোগ থাকলেও তার মুক্তিযোদ্ধা বাবা এবং বোন উর্দ্ধতন সরকারী কর্মকর্তা (এ.ডি.সি) হবার কারনে আইনের ফাঁক-ফোকর দিয়ে বেড়িয়ে গেছে। তার বিরুদ্ধে পুলিশ হয়রানির অভিযোগও পাওয়া যায়।

তবে শনিবার সন্ধ্যায় চতুর এই মাদক ব্যবসায়ীর আর শেষ রক্ষা হয়নি। র‌্যাব-১২ উদ্ধারকৃত আলামতসহ দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে কুষ্টিয়ার সদর থানায় একটি মাদক মামলা দায়ের করেছে। আটককৃত মাদক ব্যবসায়ীদের খোকসা থানায় সোর্পদ করা হয়েছে।