স্টাফ রিপোর্টার
কুষ্টিয়ার খোকসায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩ তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও কাঙ্গালী ভোজ বিতরন করা হয়।
বৃহস্পতিবার দুপুরে খোকসার জানিপুর জামে মসজিদে দিবসটি উপলক্ষে অনুষ্ঠিত দোয়া মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলে কেন্দ্র ছাত্রদলের সাবেক অর্থ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক।
শহীদ রাষ্ট্র্রপতি জিয়াউর রহমানের শাহাদৎ বার্ষিকীর দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খোকসা উপজেলা ছাত্রদলের আহবায়ক রাকিবুল ইসলাম রাকিব, খোকসা উপজেলা যুবদলের নেতা রাকিবুল ইসলাম, পৌর যুবদলের নেতা আশরাফুল ইসলাম টুটুল, কৃষক দলের নেতা আজমল, হিরো, মিজান, জাহিদ, রেজা প্রমুখ।
মোনাজাত শেষে কেন্দীয় ছাত্রদলের সাবেক অর্থ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক দুস্থদের মধ্যে তবারক বিতরণ করেন।