খোকসায় শিক্ষকের পুকুরে বিষ দেওয়ার অভিযোগ

0
69

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় এক স্কুল শিক্ষকের বাড়ির পুকুরে বিষ দিয়ে মাছ মেরে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার দিনগত রাতে উপজেলা সদরের মাঠপাড়া গ্রামের স্কুল শিক্ষক আলতাফ আলীর বাড়ির পুকুরে দুর্বৃত্ত¡রা বিষ প্রয়োগ করে। শুক্রবার সকালে পুকুরের ছোট বড় নানা প্রজাতের মরা মাছ ভেসে ওঠে। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষাক থানায় অভিযোগ দাখিল করেছেন।

শিক্ষক আলতাফ হোসেন জানান, তার পুকুরের সাথে মাঠে স্থানীয় আক্কাস আলী শেখ মাছ চাষ করেছেন। এ বছর বৃষ্টির পানি বেশি হওয়ায় মাঠের মাছ চাষীরা তার পুকুর ঘিরে বেড়া দেয়। পানি কমে আসায় বৃহস্পতিবার রাতের আঁধারে আক্কাস আলীরা পুকুর ও মাঠের মাঝের বেড়া তুলে দেয়। তারা শুক্রতা বসত পুকুরটিতে বিষ টোপ প্রয়োগ করেছে। ফলে তার প্রায় ৫০ হাজার টাকার মাছের ক্ষতি হয়েছে। তিনি অভিযুক্তদের বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছেন।

আক্কাস আলীর বলেন, তারা উপজেলা পরিষদ থেকে জমি ইজারা নিয়ে মাছ ছেড়েছেন। তাদের ব্যবসায়ীক ভাবে ক্ষতি করতে মাষ্টার নিজে বিষ দিয়ে তাদের বিরুদ্ধে বদনাম ছড়াচ্ছেন।

আরও পড়ুন – পাকিস্তানে বন্দুকধারীদের গুলিতে নিহত ৩৮

পুলিশের এসআই রাজু আহম্মেদ বলেন, শিক্ষক থানায় অভিযোগ দিয়েছেন। শিক্ষকের বাড়ির পাশে ছোট একটি ডোবা আছে। সেখানে সামান্য কিছু ছোটবড় মরা মাছ ভাসতে দেখেছেন। অভিযোগের তদন্ত শুরু হলে আসল সত্য জানা যাবে।