খোকসায় শিক্ষার্থীদের মধ্যে শিশু খাদ্য বিতরণ

0
116
শিশুর অভিভাবকের হাতে খাদ্যসহায়তা তুলে দিচ্ছেন জেলা প্রশাসক। ছবি -সংগৃহিত।

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় প্রাথমিক ও মাধ্যমিক স্তরের দুঃস্থ শিক্ষার্থীদের মধ্যে শিশু খাদ্য বিতরণ করা করা হয়।

বুধবার উপজেলা পরিষদ হলরুমে শিক্ষার্থীদের মধ্যে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরন অনুষ্ঠানে অতিথি ছিলেন জেলা প্রশাসক আসলাম হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্জ সদর উদ্দিন খান ও নির্বাহী ম্যজিস্ট্রেট সবুজ কুমার বসাক। সভাপত্বি করেন ইউএনও মৌসুমী জেরীন কান্তা।

উপজেলার প্রাথমিক, মাধ্যমিক ও মাদ্রাসা পর্যায়ের ৬১৫ জন দুঃস্থ অস্বচ্ছল শিশুদের মধ্যে খাদ্য সামগ্রী ও নগদ ৫শ করে টাকা প্রদান করা হয়। এসব শিক্ষার্থীদের দেওয়া খাদ্য সহায়তার মধ্যে রয়েছে ১ কেজি ডাল, ১ কেজি আলু, ১ কেজি চিনি, ১ কেজি সেমাই ও দুই প্যাকেট গুড়ো দুধ।

জেলা প্রশাসক আসলাম হোসেন বলেন, আমরা বৈশ্বিক মহামারির শিকার। এই সময়ে সরকার ঘোষিত নির্দেশনা মেনে চলার জন্য সবাইকে পরামশ্যদেন। একই সাথে স্বাস্থ্য বিধি ও সামাজিক দূরত্ব রক্ষা করার জন্য বলেন।