খোকসায় শ্যালকের হামলায় দুলাভাই আহত

0
151

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় জমি সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে শ্যালকের ভারাটিয়াদের হামলায় এক দুলাভাই আহত হয়েছেন।

বুধবার রাতে উপজেলার জয়ন্ত্রী হাজরা গ্রামে ঘটনাটি ঘটেছে। আহত দুলাভাইয়ের নাম আব্দুল কাদের। তার বাড়ি পাংশা উপজেলা বাহাদুরপুর গ্রামে।

আহতের স্ত্রী স্বপ্না জানান, তার বাবার বাড়ির জামি সম্পত্তি নিয়ে ছোট ভাই আরিফুলের সাথে তার কথা কাটাকাটি হয়। রাতে তারা এক আত্মীয়ের বাড়ি দাওয়াতের উদ্যেশ্যে রওনা দেয়। স্বপ্নার বাবার বাড়ি জয়ন্তীহাজরা গ্রামে মধ্যে পৌচ্ছালে আরিফুলের ভরাটিয়া সন্ত্রাসীরা আব্দুল কাদেরর উপর হামলা করে। আহত কাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় তিনি মামলা করবেন বলে জানান।